রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


এক দশক পর পাকিস্তানি তালেবানের বেনজির হত্যার দায় স্বীকার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ প্রায় একদশক পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা কাণ্ডের দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। পাকিস্তান তালেবানের এক বর্ষীয়ান নেতা তার লেখা একটি বইয়ে বেনজির ভুট্টো হত্যার কথা স্বীকার করেন।

নিজের লেখা বইয়ে তিনি জানান, দুই আত্মঘাতী তালেবান বোমারুকে ভুট্টোর উপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা প্রথমে বেনজির ভুট্টোকে লক্ষ্য করে গুলি চালিয়ে, পরে বিস্ফোরণ ঘটায়।

২০০৭ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী যখন নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন, তখনই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছিল দায়িত্বপ্রাপ্ত ওই দুই তালেবান।

রাওয়লপিণ্ডিতে ভুট্টো হত্যাকাণ্ডের দায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ওপর চাপিয়েছিলেন সেনাশাসক পারভেজ মুশারফ। কিন্তু, পাক তালেবান এর আগে একবারের জন্যও বেনজির ভুট্টো হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেনি।

উর্দুতে লেখা ‘ইনকিলাব মেহসুদ সাউথ ওয়াজিরিস্তান-ফ্রম ব্রিটিশরাজ টু আমেরিকান ইমপেরিয়ালিজম’ বইয়ে তালেবান নেতা আবু মনসুর আসিম মুফতি নুর ওয়ালির স্বীকারোক্তি, বিলাল ওরফে সাঈদ ও ইকরামুল্লাহকে আত্মঘাতী হামলা চালানোর ভার দেওয়া হয়েছিল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ