বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


মেয়র পদে ৮ জন সহ দুই সিটিতে মনোনয়নপত্র তুললেন ৩২৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশন ২৬ ফেব্রুয়ারিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচন ও দক্ষিণে যু্ক্ত হওয়া নতুন ৩৬ ওয়ার্ডের নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিলো ।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি।

তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ঢাকা উত্তরের মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ