রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


পুরুষদের এক স্ত্রী’তেই সন্তুষ্ট থাকা উচিত: আয়েদ আল কারনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামে পুরষের জন্য চারজন নারীকে বিয়ের অনুমতি দিয়েছে। এখন পর্যন্ত আলেম এর বিপরীত মত দেননি। তবে সৌদি আরবের আলেম ও লেখক শায়খ শায়খ আয়েদ আল কারনি ব্যতিক্রম বললেন।

তিনি সৌদি পুরুষদের উদ্দেশ করে বলেছেন, ‘এক বিয়েতেই সন্তুষ্ট থাকো। একজনের পর অন্য কোনও নারীকে আর বিয়ে করো না।’

সৌদি টেলিভিশন ‘মোবাশারা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আয়েদ আল করনি বলেন, ‘আমি পুরুষদের এক স্ত্রীর সঙ্গে সন্তুষ্ট থাকার পরামর্শ দিচ্ছি। তবে কেউ যদি একাধিক বিয়ে করতে চায় আল্লাহ তাকে সাহায্য করবেন। কিন্তু এটি তাদের উভয়ের মাঝে বোঝাপড়া ও সমতা রক্ষায় কষ্টকর হবে।’

তবে বহুবিবাহ নিয়ে এটি তার ব্যক্তিগত মন্তব্য বলে তিনি জানান। আয়েদ আল কারনি আরও বলেন, তাঁর লক্ষ্য কুরআন-হাদীসের আলোকে মানুষের জীবনকে উন্নত করা।

বর্তমান সমাজে একাধিক বিয়ে নানাক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে বলেই তিনি এ মত দেন।

সূত্র: সিরিয়ান মিরর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ