রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


কাতারের সঙ্গে ওমানের সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে কাতারের সঙ্গে সমঝোতা স্বারক(চুক্তি) স্বাক্ষর করেছে ওমান।

দ্বি-পাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে রবিবার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কাতার এবং ওমান। খবর এএফপি।

প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে কাতারের প্রায় আটমাস ধরে সংকট চলার মধ্যে উভয় দেশ এ চুক্তি স্বাক্ষর করলো। খবর এএফপি’র।

ওমানের বার্তা সংস্থা ওএনএ জানায়, ওমানে উৎপাদিত খাদ্য সামগ্রী কাতারে রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সহযোগিতায় মাসকাটে এ চুক্তি স্বাক্ষর করা হয়। ওমানের কৃষিমন্ত্রী ফুয়াদ আল-সাজওয়ানির বরাত দিয়ে ওএনএ’র খবরে বলা হয়, এই সমঝোতা চুক্তি স্বাক্ষর দু’দেশের মধ্যে ‘ঘনিষ্ঠ সম্পর্কের’ একটি প্রমাণ।

কাতারের প্রতিনিধি দলের প্রধান পৌরসভা বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুল্লাহ আল-রুমাইহি ওমানের সঙ্গে দোহার ‘কৌশলগত সম্পর্ককে’ স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতাসহ সৌদি আরবের চির প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগে গত জুন মাসে কাতারের সঙ্গে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও মিশরের সম্পর্ক ভেঙ্গে যায়। এএফপি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ