রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


মুর্শিদাবাদ দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে ৪২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস দুর্ঘটনায় খাল থেকে আরও ৬ জনের দেহ উদ্ধার হল। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৪২। গতকাল রাত পর্যন্ত ৩৬ জনে্র দেহ উদ্ধার হয়।

তবে এখনও নিখোঁজ বেশ কয়েকজন। সকালে তাদের পরিজনরা খালের পাশে ভিড় জমান। তবে ভোরের দিকে কুয়াশা থাকায় উদ্ধার কাজ শুরু করতে দেরি হয়েছে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানায়, বেলা বাড়লে খালে ডুবুরি নামিয়ে ফের শুরু হয় তল্লাশি। সেইমতো চলছে তল্লাশি অভিযান। গতকাল সন্ধেয় খালের জলের দৃশ্যমানতা কমে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় উদ্ধার কাজ।

গতকাল সকালে নলিনী বাক্সে সেতুর রেলিং ভেঙে গোবরা খালে পড়ে যায় একটি যাত্রীবোঝাই বাস। বেশ কয়েক ঘণ্টা পর ক্রেন দিয়ে বাসটিকে জল থেকে তোলা হয়। খাল থেকে উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত ৪০ জনের দেহ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ