মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

সিলেট বিভাগীয় সম্মেলন সফলের লক্ষ্যে যুব জমিয়তের প্রচার মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট বিভাগীয় কর্মী সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়রী শনিবার সিলেটের ঐতিহাসিক আলিয় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুহতারাম সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও বিভাগীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আল্লামা হাফিজ তফাজ্জুল হক হবিগঞ্জী। সভাপতিত্ব করবেন বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক ও সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

উক্ত কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে ১৬ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুম্মা বন্দরবাজার কেন্দ্রিয় জামে মসজিদের সম্মুখ থেকে এক প্রচার মিছিল বের করা হয়। প্রচার মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কোর্ট পয়েন্টে এসে পথ সভায় মিলিত হয়।

মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতি সৈয়দ উবায়দুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী পথ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক সৈয়দ ছালিম কাসেমী, সদর উপজেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, জেলা যুব জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, জেলা ছাত্র জমিয়তের সভাপতি এম সাইফুর রহমান, মহানগর সহ প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আখতারুজ্জামান, সহ সভাপতি শুয়াইব আহমদ, জেলা যুব জমিয়তে সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, মহানগর যুব জমিয়তে সহ সভাপতি মুফতি জাকারিয়া খান, মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আব্দুল কাদির খান জিল্লু, মাওলানা আব্দুল কাদির জুনেদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, মাওলানা আব্দুর রব, মাওলানা বাহরুল আমিন, হাফিজ আলী হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার, সহ সাংগঠনিক মুহসিন আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, মহানগর যুব জমিয়তের অর্থ সম্পাদক আবু সুফিয়ান, জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আব্দুল হামিদ খান, সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ছালিক আহমদ, শিহাব উদ্দিন খান, ছাত্রনেতা সৈয়দ গুলজার আহমদ, সৈয়দ হাবিব, সদর উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, হাফিজ কামরুল ইসলাম, রাফি সালিম, তোফায়েল আহমদ, হাফিজ ফয়ছল আহমদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৪ ফেব্রুয়রী শনিবার সিলেটের ঐতিহাসিক আলিয় মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় জমিয়তের কর্মী সম্মেলন সর্বাত্মকভাবে সফল করতে নেতাকর্মী সহ সকলের সহযোগিতা কামনা করেন।

 

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ