মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

নাসিরনগর উপনির্বাচনে ইসলামী ঐক্যজোটরে প্রার্থী একেএম আশরাফুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম; আগামী ১৩ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদে ইসলামী ঐক্যজোটরে প্রার্থী হচ্ছেন আবুল কাসেম মো. আশরাফুল হক। তিনি মিনার প্রতিকে নির্বাচন করবেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে দাখিলকৃত তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চোধুরী। উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার এই তিন জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।

যাচাই-বাছাইয়ে অন্য দুই বৈধ মনোনয়ন ধারী হলেন, আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের রেজোওয়ান আহমেদ।

নাসিরনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, জাতীয় সংসদের ২৪৩ নং ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনে ভোটার ২ লাখ ১৪ হাজার ৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৯ জন।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুলের বার্ধক্যজনিত কারণে মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এরপর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি।এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ