বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কালেকশন কি ভিক্ষাবৃত্তি?—দৃষ্টিভঙ্গির এক নির্মম বিকৃতি সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সমমনা ইসলামি দলগুলোর সংলাপে সম্মিলিত ৫ ঘোষণা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত কাশ্মিরে পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল

কবর থেকে বজ্রপাতে নিহত ব্যক্তির কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বজ্রপাতে নিহত এক ব্যক্তির কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। গ্রামের পাখী বেগম পরেরদিন বুধবার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবর খোড়া অবস্থায় দেখতে পান। পরে গ্রামবাসীকে জানালে লোকজন সেখানে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হন।

জানা গেছে, এই গ্রামের আফতাব আলীর ছেলে মিলন হোসেন নাটোরের আত্রাই ধান কাটতে গিয়ে গত বছরের ১৩ মে বজ্রপাতে নিহত হয়।

নিহতের বাবা জানান, সেখান থেকে মিলনের মরদেহ এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চুরির ভয়ে চারিদিকে ইটের গাঁথুনি দিয়ে কবরটি বেঁধে দেন। তারপরেও ইটের নীচ থেকে মাটি সরিয়ে কঙ্কালটি চুরি করে নেয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, কবর থেকে কঙ্কাল চুরির খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ