বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কালেকশন কি ভিক্ষাবৃত্তি?—দৃষ্টিভঙ্গির এক নির্মম বিকৃতি সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সমমনা ইসলামি দলগুলোর সংলাপে সম্মিলিত ৫ ঘোষণা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত কাশ্মিরে পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল

চলে গেলন অন্ধ হাফেজ আবদুল্লাহ ইবনে কাজেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে অন্ধ হাফেজ নামে ব্যাপক পরিচিত হাফেজ আবদুল্লাহ ইবনে কাজেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল সন্ধ্যায় বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দেশের বিভিন্ন জেলায় হাফেজ আবদুল্লাহ ইবনে কাজেম ওয়াজ করতেন। তার ওয়াজ শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা সকাল সাড়ে ৯টায় গাবতলী পাইলট হাইস্কুল মাঠে, ২য় জানাজা বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে এবং ৩য় জানাজা বাদ জোহর ধুনট থানার নিমগাছী তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাকে নিজ গ্রামে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

হাফেজ আবদুল্লাহ মাত্র চার বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে তিনি দুই চোখ হারান। তখন থেকেই তিনি পুরোপুরি অন্ধ হয়েছিলেন। শিশু বয়সেই তিনি জীবনের সাথে কঠিন যুদ্ধের মুখোমুখি হন। পারিবারিকভাবে ইসলামী ভাবধায় বেড়ে ওঠেন তিনি। কঠোর পরিশ্রম আর সাধনায় এক সময় পুরো কুরআন শরিফ মুখস্ত করেন তিনি। তখন থেকেই তার পরিচিতি অন্ধ হাফেজ নামে হতে থাকে।

কর্ম জীবনেও আলো ছড়িয়েছেন আলোহীন হাফেজ আবদুল্লাহ। বগুড়ার প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মাদরাসা ‘সন্ধাবাড়ী রহমানিয়া মাদরাসা’র ৩০ বছর মুহাদ্দিস ছিলেন।

জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ইসলামের দাওয়াত সাধারণের মধ্যে পৌঁছে দেয়ার কাজ করে গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আল্লামা আহমদ শফীর হাতে সৌদি শায়খের সনদগ্রহণ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ