মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


ওরশ থেকে ফেরার পথে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের গোলাপগঞ্জে ওরশ থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে একজন খুন হয়েছেন। তিনি যুবলীগ কর্মী বলে জানা গেছে।

শনিবার রাতে উপজেলার ভাদেশ্বরের কাদিপুরে এ ঘটনা ঘটে।

নিহত আফসার হোসেন (১৭) ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর গ্রামের এনাম উদ্দিনের ছেলে। তিনি ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার কাদিপুরে একটি মাজারে ওরশে যুবলীগকর্মী আফসারের সঙ্গে কয়েকজন লোকের কথাকাটাকাটি হয়। এ সময় প্রতিপক্ষের হামলার শিকারও হন আফসার।

পরে ওরশ থেকে ফেরার সময় গভীর রাতে আবারও হামলার শিকার হন তিনি। মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ