মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


বিনা পাসপোর্টে ভারত থেকে ফেরার  সময় বেনাপোলে আটক ৪১ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জিল্লুর রহমান: বিনা পাসপোর্টে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোল সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ৪১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি জোয়ানরা। এসময় কোনো দালালকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (৬মার্চ) সকালে বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ১৭ জন নারী ও ৩ শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও ঢাকায়।
বিজিবি জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে বেশ কিছু নারী-শিশু বাংলা‌দে‌শে প্র‌বেশ কর‌ছে,এ খবরের ওপর ভিত্তিকরে বিজিবি সদস্যরা ‌সেখা‌নে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

 

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হ‌য়েছে।

উল্লেখ্য পুটখালী সীমান্ত দিয়ে প্রতিনিয়ত নারী, পুরুও শিশু বিনা পাসপোর্টে আনানেয়া করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ