মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


মিরপুর পলাশনগরে ইসলাহী মজলিস ৯ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মিরপুর ১১’র পলাশ নগর ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে ৯ মার্চ শুক্রবার পলাশ নগর জামে মসজিদের ইসলাহী মজলিস অনুষ্ঠিত হবে।

বাদ আসর থেকে শুরু হওয়া এ মজলিসে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক হারদুঈ রহ. এর বিশিষ্ট খলীফা মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা মুফতী মনসুরুল হক।

এছাড়াও মজলিসে অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হজরত মাওলানা মুফতী ইয়াহইয়া- নায়েবে মুফতী, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা এবং খতিব মোল্লা মসজিদ মিরপুর -১২ ।

নসিহত পেশ করবেন বাংলাদেশ বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের ওস্তাদ মুফতী ও মুহাদ্দিস জিয়াউর রহমান কাছেমী।

আরও নসিহত পেশ করবেন মুফতী মখলেসুর রহমান কাছেমী, খতীব পলাশ নগর জামে মসজিদ মিরপুর ১১।

মুবারক এ সুন্নতের মজলিসে অংশ গ্রহণের জন্য সবার প্রতি দ্বীনি দাওয়াত পেশ করেছেন মজলিস কর্তৃপক্ষ।

আল্লামা মুফতী মনসুরুল হক দা. বা. এর সমস্ত বয়ান ও মালফুযাত একসঙ্গে পেতে আপনার মোবাইলে ইনস্টল করুন “ইসলামী যিন্দেগী” অ্যাপ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ