সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

ভারতে সাত কাশ্মীরি মাদরাসা শিক্ষার্থী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর প্রদেশের বানদা জেলার জামিয়া আরাবিয়া থেকে সাতজন কাশ্মীরি শিক্ষার্থীকে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গ্রেফতার করেছে।

গত মার্চ মাসে এনআইএ-এর একটি দল ওই ছাত্রদের এবং মাদরাসার কতৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছিলো। এরপর আজ ওই ছাত্রদের গ্রেফতার করা হলো।

মাদরাসার মুনতাযিম হাবিব আহমদের ছোট ভাই মাওলানা মুফতি নাজিব আহমদ বলেছেন, এনআইএ এর দুই দুপুর দু’টার সময় মাদরসায় প্রবেশ করে এবং ওই সাত শিক্ষার্থীকে একটি আবদ্ধ কক্ষে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে।

এর আগে এই মাদেোসার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন ছাত্র কাশ্মীরি তরুণ তাওসিফের ব্যাপারে তদন্ত দল খোঁজ খবর নিয়েছিলো। তাওসিফকে কিছুদিন আগে কাশ্মীরে গ্রেফতার করা হয়েছে। আজ এনআইএ এই সাত জন ছাত্রকে গ্রেফতার করলো।

এখনো এনআইএ-এর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় নি বলেও জানান মাওলানা নাজিব আহমদ।

জামিয়া আরাবিয়া বানদা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে হাথুরা গ্রামে। এই বিখ্যাত মাদরাসাটি ১৯৩৩ সনে প্রতিষ্ঠিত হয়েছে।

সূত্র রোজনামা খবরেঁ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ