বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল ‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস

জোটের স্বার্থে সিলেট-৪ আসন আমাদের দিতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখা মাসিক বৈঠক ২৬ এপ্রিল বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার হোসাইনিয়া আরাবিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়।

উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ মাওলানা আবদুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মতিন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী মাওলানা আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমুকীর সম্মুখীন। মানুষের জানমালের নিরাপত্তা নেই। প্রতিদিন মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হচ্ছে। সরকার উন্নয়নের নামে লুটপাট করে যাচ্ছে। সিলেট-৪ আসনের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা।

তিনি বলেন, ইতিমধ্যে কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দ যে কয়েকটি আসন ২০ দলীয় জোটের কাছে দাবী করেছে তার মধ্যে সিলেট-৪ আসনটি অন্যতম। আমি আশাকরি জোটের বৃহৎ স্বার্থে সিলেট আসন জমিয়তকে ছাড় দিবে।

সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সহ সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ, প্রচার সম্পাদক ডা. মাওলানা আবুল খায়ের, সহ প্রচার সম্পাদক মাওলানা সিফতুল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আজিজুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা হাসান আহমদ, মাওলানা জিয়াউর রহমান কাওসার, মাওলানা বিলাল উদ্দিন, মাওলানা হেলাল আহমদ, মাওলানা মাহফুয আহমদ, মাওলানা মাশুক আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিয মাওলানা জাকির হোসাইন, অফিস সম্পাদক মাওলানা এখলাছুল আম্বিয়া, মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা আজির উদ্দিন, মাওলানা তোফাজ্জুল, আবুল হাসানাত, তোফায়েল আহমদ, আব্দুল্লাহ মাহফুয প্রমুখ।

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ