শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
আধিপত্যবাদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ: ইসলামী ছাত্র আন্দোলন  প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীবকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত রুমিন ফারহানার ‘আসন সমঝোতা শিগগির চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে’  চারদিনে ইসিতে আপিল ৪৬৯টি, শেষদিন কাল সরকারকে বেকায়দায় ফেলতে বার বার হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ঝুটের অর্ধশতাধিক গোডাউন বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: জুনায়েদ আল হাবীব নির্বাচন সুষ্ঠু হবে কিনা জনমনে সংশয় রয়েছে: মঞ্জু যেসব গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি এই সমাজের রন্দ্রে রন্দ্রে আলেম বিদ্বেষ

এসিডদগ্ধ হলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: আমাদের দেশে মুখে এসিড ছুড়ে মারার ঘটনা প্রায়ই ঘটছে। মুখে এসিড ছুড়ে মারার কারণে পুড়ে যায় ত্বক, বিকৃত হয়ে ওঠে চেহারা। চোখে এসিড লাগলে অন্ধ হওয়ার আশঙ্কা থাকে।

এ ধরনের ঘটনা ঘটলে কী করণীয় :

১.যত দ্রুত সম্ভব রোগীর মুখ, চেহারা কমপক্ষে পাঁচ মিনিট ভালো করে পানি দিয়ে ধুতে হবে।

২.রোগী শুয়ে থাকলে তার মাথা এক পাশে কাত করে দিয়ে আক্রান্ত চোখের পাতা দুই আঙ্গুলে খুলে চোখের ভিতরের দিক থেকে বাইরের দিকে পানি ঢালতে থাকুন। খেয়াল রাখতে হবে এসিড ধৌয়া পানি যেন গড়িয়ে অন্য চোখে না যায় বা এক চোখের এসিড যেন অন্য চোখে না যায়।

৩.দুই চোখই এসিড আক্রান্ত হলে অপর চোখটিকে একই পদ্ধতিতে ধুতে হবে।

৪.সম্ভব হলে দ্রুত সোডা দ্রবণ তৈরি করে ফেলুন এবং পানি দিয়ে চোখ ধোয়ার পর সোডা দ্রবণ ঢালুন। (সোয়া লিটার পানিতে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে সোডা দ্রবণ তৈরি করা হয়)।

৫.রোগী যাতে চোখ না কচলায় সেদিকে খেয়াল রাখুন।

৬.এরপর রোগীকে দ্রুত হাসপাতালে ( বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠান)।

আরো পড়ুন- ডায়াবেটিস হবে না যেসব অভ্যাসে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ