রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

এসিডদগ্ধ হলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: আমাদের দেশে মুখে এসিড ছুড়ে মারার ঘটনা প্রায়ই ঘটছে। মুখে এসিড ছুড়ে মারার কারণে পুড়ে যায় ত্বক, বিকৃত হয়ে ওঠে চেহারা। চোখে এসিড লাগলে অন্ধ হওয়ার আশঙ্কা থাকে।

এ ধরনের ঘটনা ঘটলে কী করণীয় :

১.যত দ্রুত সম্ভব রোগীর মুখ, চেহারা কমপক্ষে পাঁচ মিনিট ভালো করে পানি দিয়ে ধুতে হবে।

২.রোগী শুয়ে থাকলে তার মাথা এক পাশে কাত করে দিয়ে আক্রান্ত চোখের পাতা দুই আঙ্গুলে খুলে চোখের ভিতরের দিক থেকে বাইরের দিকে পানি ঢালতে থাকুন। খেয়াল রাখতে হবে এসিড ধৌয়া পানি যেন গড়িয়ে অন্য চোখে না যায় বা এক চোখের এসিড যেন অন্য চোখে না যায়।

৩.দুই চোখই এসিড আক্রান্ত হলে অপর চোখটিকে একই পদ্ধতিতে ধুতে হবে।

৪.সম্ভব হলে দ্রুত সোডা দ্রবণ তৈরি করে ফেলুন এবং পানি দিয়ে চোখ ধোয়ার পর সোডা দ্রবণ ঢালুন। (সোয়া লিটার পানিতে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে সোডা দ্রবণ তৈরি করা হয়)।

৫.রোগী যাতে চোখ না কচলায় সেদিকে খেয়াল রাখুন।

৬.এরপর রোগীকে দ্রুত হাসপাতালে ( বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠান)।

আরো পড়ুন- ডায়াবেটিস হবে না যেসব অভ্যাসে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ