শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আরবি শব্দের বাংলা প্রতিবর্ণায়ন নির্দেশিকা করতে ইফাবাকে তাগিদ ভারতীয় মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে হবে : মুহিব খান ‘আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো’ একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভয়াবহ পরিণাম হবে: খাজা আসিফ যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে পর্যটক হত্যার দায়ভার কি ভারত এড়াতে পারে? আ. লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : আমিরে মজলিস জর্ডানে নিষিদ্ধ হলো মুসলিম ব্রাদারহুড  নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া নিয়ে জাতীয় সেমিনার ৩০ এপ্রিল

এক ফ্রিজ কিনে আরেক ফ্রিজ জিতলেন মাওলানা ফয়জুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ জিতেছেন পিরোজপুর সদর উপজেলার কালিকাঠী কে এইচ বি নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম।

চলতি মাসের ৩ তারিখে তিনি পিরোজপুর সদর উপজেলায় মার্সেল পণ্যের পরিবেশক মেসার্স বিউটি ইলেকট্রনিক্স থেকে ১৮ হাজার ৫০০ টাকা দিয়ে সাড়ে আট সিএফটির একটি ফ্রিজ কেনেন।

এ সময় দেশব্যাপী চলমান মার্সেল ডিজিটাল ক্যাম্পেইনের কথা জানিয়ে মো. ফয়জুল ইসলামকে ক্রয়কৃত ফ্রিজটি রেজিস্ট্রেশন করার জন্য পরামর্শ দেন বিক্রেতা। বিক্রেতার পরামর্শে তিনি তা রেজিস্ট্রেশন করেন। এর পরপরই ক্যাম্পেইনের আওতায় ঘোষিত ফ্রিজ, টেলিভিশন ও এসি ফ্রি অফারের আওতায় আরেকটি আট সিএফটির ফ্রিজ উপহার পান তিনি।

মার্সেলের অফার সম্পর্কে আগে থেকে কোনো ধারণা ছিল না জানিয়ে মো. ফয়জুল ইসলাম বলেন, ফ্রিজটি কেনার পর বিক্রেতা অফার সম্পর্কে জানিয়ে তা মোবাইল ফোন থেকে ম্যাসেজ পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে বলেন। তার পরামর্শমতো আমি তা রেজিস্ট্রেশন করি। এর পর ফ্রিজটি নিয়ে বাসায় চলে আসি। পরে আমার মোবাইলে মার্সেলের আরেকটি আট সিএফটির ফ্রিজ উপহার পাওয়ার ম্যাসেজ আসলেও আমি তা খেয়াল করিনি। বিক্রেতাই আমাকে ফোন করে উপহার পাওয়ার কথাটি জানায়।

প্রথমে ভেবেছিলাম, সে আমার সাথে হয়ত মজা করছে। কিন্তু সে যখন তার দোকানে গিয়ে উপহার পাওয়া ফ্রিজটি নিয়ে আসতে বলে, তখন আমার বিশ্বাস হয়। সেই মুহূর্তে অনেক আনন্দ লাগছিল।

-আরআর

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ