মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

দুর্গাপুর-কলমাকান্দা আসনের হাতপাখার প্রার্থী মুফতি মামুনুর রশিদ রব্বানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এইচ.এম সাইদুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদ মাগরিব বাংলাদেশ মুজাহিদ কমিটি দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে বিশাল ওয়াজ ও হালক্বায়ে জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার।

হাফেজ আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরমোনাই’র নায়েবে আমিরুল মুজাহিদীন সৈয়দ মোঃ ফয়জুল করীম কাসেমী। মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মাওলানা আঃ আজিজ, মাওলানা আঃ কুদ্দুছ, হাফেজ মাওলানা জালাল উদ্দিন, হাফেজ মোস্তফা, মুফতি হুমায়ুন কবীর, মুফতি মামুনুর রশিদ, হাফেজ মাওলানা অলিউল্লাহ, মুফতি মামুনুর রশিদ রব্বানী, মাওলানা এখলাছ উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা মঞ্জুরুল হক প্রমূখ।

এসময় উপজেলার মুজাহিদ কমিটি, ইসলামি আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও এলাকার হাজার হাজার তৈাহিদী জনতা উপস্থিত ছিলেন। এর আগে বিকাল ৩টায় স্থানীয় কাচারী মাদ্রাসায় উলামা সূধী সমাবেশে বক্তব্য দেন সৈয়দ মোঃ ফয়জুল করীম । এসময় তিনি বর্তমান সময়ে আলেম সমাজের ভূমিকা ও কর্তব্য সম্পর্কে বলেন- এদেশে ইসলামী শাষন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আলেম সমাজের ঐক্য একান্ত জরুরি।

আমরা সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য নিজনিজ দায়িত্ব যথাযথ পালনের জন্য সবার প্রতি আহবান জানান তিনি। দুর্গাপুর-কলমাকান্দা আসনের হাতপাখার প্রার্থী মুফতি মামুনুর রশিদ রব্বানী কে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে বলেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে আমরা তাকে এমপি পদে নমিনেশন দিয়েছি।

অারো পড়ুন- সরকার ব্যাংক খাতকে দেউলিয়া করে দিয়েছে: ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ