মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বিজেপি এমপি বললেন, জিন্নাহ মহাপুরুষ; তার ছবি নিয়ে বিতর্ক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলি জিন্নাহয় ছবি বিতর্কে  এবার ক্ষমাতাসীন দল বিজেপির বিপরীতে গিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের বিজেড়ি এমপি সাবিত্রী বাই ফুলে। তিনি বলেছেন, মুহাম্মদ আলী জিন্নাহ একজন ‘মহাপুরুষ’।

এতে অশ্বস্তিতে পড়েছে বিজেপির অন্য মন্ত্রী  এমপিরা। বিজেপির অধিকাংশ মন্ত্রী এমপিই জিন্নাহর ছবি  বিতর্কে জড়িয়ে পড়েছেন।

সাবিত্রী বাই ফুলে বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মহাপুরুষের অবদান আছে, ধর্ম-বর্ণের উর্ধ্বে  উঠে তাদেরকে শ্রদ্ধা করা উচিত। জিন্নাহর মতো মহাপুরুষের ছবি যেখানে প্রয়োজন সেখানে শ্রদ্ধাসহকারে বসাতে হবে। স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই জিন্নাহকে শ্রদ্ধা করা হচ্ছে। লোকসভাতেও ওর ছবি রয়েছে। শ্রদ্ধা সহকারে তার নাম নেয়া উচিত।’

তিনি আরো বলেন, দারিদ্রতা, দুর্নীতি ও দলিত সম্প্রাদায়ের বিষয় থেকে দৃষ্টি ফেরাতেই হঠাৎ করে জিন্নাহর ছবি  বিতর্ক সামনে আনা হয়েছে। আসল সমস্যার দিকে নজর না দিয়ে অনর্থক জিনিসের দিকে মনযোগ ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দফতরে থাকা মুহাম্মদ আলি জিন্নাহর ছবি অপসারণের দাবিতে আন্দোলন চালাচ্ছে হিন্দুত্ববাদীরা। ছাত্র সংসদের আজীবন সদস্য হিসেবে ১৯৩৮ সাল থেকেই জিন্নাহর ছবি রয়েছে বিশ্ববিদ্যালয়ে।

‘হিন্দু যুব বাহিনী’র সদস্যরা তার ছবি অপসারণের দাবিতে মাঠে নামায় আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চত্বরে সহিংসতা ছড়ায়।  এতে বিজেপি নেতারা হিন্দু বাহিনীর পক্ষ নিলে রাজ্য জুড়ে দাঙ্গার আতংক ছড়িয়ে পরে।

সূত্র: মিল্লাত টাইমস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ