মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

‘জাতীয় পার্টিকে বিলীন করতে বিএনপি ষড়যন্ত্র করেছিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টিকে বিলীন করে দেওয়ার জন্য বিএনপি ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রোববার তিনদিনের সফরে রংপুর এসে তিনি স্থানীয় সার্কিট হাউসে সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে সহায়তা করবে জাতীয় পার্টি।

“আওয়ামী লীগ দেশে ব্যাপক উন্নয়ন করেছে। সমুদ্র জয় করেছে, মহাকাশ জয় করেছে; কিন্তু মানুষের মনে জায়গা করে নিতে পারেনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, নিরপেক্ষ নির্বাচন দেওয়া অত্যন্ত কঠিন। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয় সে ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

“আগামী নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে কী হবে তা আমি বলতে চাই না। তবে আমাকে সঙ্গে নিয়ে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগকে ক্ষমতায় আসতেই হবে।”

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। আর জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেই তা গ্রহণযোগ্য হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক এরশাদ।

“জাতীয় পার্টিকে বিলীন করার নানান ষড়যন্ত্র করেছিল বিএনপি; কিন্তু তারা পারেনি। আমার উপর অনেক নির্যাতন করেছিল। আমার মত কেউ নির্যাতন সহ্য করেনি। ২৭ বছর ক্ষমতার বাইরে থাকলেও মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি এখনও টিকে আছে।”

এরশাদ বলেন, “আগে বলতাম ঘরে খুন বাইরে গুম। এখন বলি, ঘরে ধর্ষণ বাইরে চাকায় পিষ্ট। প্রতিনিয়ত সড়কে মানুষ মরছে। মানুষের জীবনের কোনো মূল্য নেই। মেয়েরা ঘরে ধর্ষিত হচ্ছে। কিন্তু বিচার পাচ্ছে না।”

আরো পড়ুন- মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে জেরুসালেমে আজান নিষিদ্ধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ