সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

রমজান শুধু ক্ষুধার্ত থাকার মাস নয়: মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : জমিয়তে ওলামায়ে হিন্দের প্রধান পরিচালক মাওলানা মাহমুদ মাদানী বলেছেন, রমজান অনুতাপ ও সহমর্মিতার মাস। এই মাসে সামর্থ্যবান মুসলমানদের জন্য জরুরি নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধু বান্ধবদের খোঁজ খবর নেয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি না রাখা।

তিনি বলেন, রমজানের অন্যতম কর্তব্য হলো নিজের সম্পদ থেকে অভাবীদের অভাব মোচন করে রমজন ও ঈদের খুশিতে তাদেরকেও শামিল করা।

পুরানা মুস্তাফাবাদে অবস্থিত জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমে অনুষ্ঠিত দীনি শিক্ষা কনফারেন্সে এসব কথা বলেন মাওলানা মাদানী। অনুষ্ঠানে মাওলানা মাহমুদ মাদানি মাদরাসার হিফজ সমাপনকারী ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দেন।

মাওলানা মাদানি তার বক্তব্যে আরও বলেন, আজকাল আমাদের দেশের মানুষ এমনভাবে রমজান কাটিয়ে দেয় যেনো ক্ষুধার্ত থাকা ছাড়া রমজানের আর কোনো উদ্দেশ্য নেই। কেউ কেউ দিনভর রোজা রাখেন এবং যখনই ইফতারের সময় হয় একেবারে পেটপুরে খান। যদি আমরা এমনই করতে থাকি তাহলে রোজার কোনো ফায়দা নেই। নিজের ইফতারির সাথে সাথে প্রতিবেশী অভাবীদেরও খোঁজ খবর নেয়াটাও আমাদের কর্তব্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কারী ফারুক করতিপুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামিয়তে ওলামায়ে হিন্দের নায়েবে সদর মাওলানা আব্দুস সালাম মিসবাহী।

সূত্র: রোজনামা খবরেঁ

পদ ছাড়লেন নাজিব রাজাক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ