মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

কর্মীদের মসজিদ উপহার দিলেন খ্রিস্টান ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: রমজান উপলক্ষে কর্মীদের একটি মসজিদ উপহার দিলেন  ভারতীয় এক ব্যবসায়ী। সাজি চেরিয়ান নামে ওই খ্রিস্টান ব্যবসায়ী কেরলার কায়ামকুলমের বাসিন্দা।

বর্তমানে আরব আমিরশাহীতে ব্যবসা করছেন তিনি। সেখানেই তাঁর অধীনে কাজ করা মুসলিম কর্মীদের এ উপহার দিলেন ওই ব্যবসায়ী।মসজিদটির নাম দেওয়া হয়েছে ’মেরি দ্য উম্মে ঈসা’।

চেরিয়ান লক্ষ্য করেন, তার কর্মীরা ট্যাক্সি করে কাছাকাছি কোনো মসজিদে গিয়ে ইবাদত করতে হয়।শুধু শুক্রবারেই তাদের ভাড়া বাবদ খরচ হয় ২০ রিয়াল।নিজের কর্মীদের ইবাদতের ক্ষেত্রে কষ্ট লাঘব করতে তার ইন্ডাস্ট্রিজের পাশেই তৈরি করেছেন মসজিদটি।

২০০৩ সালে আরব আমিরশাহীতে যান ওই ব্যবসায়ী। সামান্য টাকা ছিল তার কাছে। আর আজ তিনি প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে একসঙ্গে ২৫০জন নামাজ পড়তে পারে এমন একটি মসজিদ উপহার দিলেন কর্মীদের।

আর মসজিদের ঘেরা বাগানে নামাজ পড়তে পারবে আরও ৭০০ জন। বাগানের উপর ছাউনি দিয়ে দেওয়া হয়েছে। বছর খানেক আগে মসজিদ তৈরির কাজ শুরু হয়।

চেরিবান বলেন, ‘আমি একজন খ্রিস্টান হয়েও মসজিদ তৈরি করেছি জেনে প্রশাসন অত্যন্ত খুশি হয়েছে। মসজিদে বিনামূল্যে বিদ্যুৎ ও পানি দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।’ ইতিমধ্যেই কার্পেট আর সাউন্ড সিস্টেম চলে এসেছে।

অনেকে নগদ টাকা, রঙ বা মসজিদ তৈরির উপকরণ দানও করতে চেয়েছিল। কিন্তু আমি কোনও সাহায্য নিইনি। নিজের টাকা দিয়েই বানিয়েছি সেই মসজিদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ