শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াত-শিবিরের প্রশংসা, সন্তোষ শর্মা ইস্যুতে যে ‘নসিহত’ রফিকুল মাদানীর গাজার শিশুরা এখন গল্প শোনে না, শোনে যুদ্ধ আর ক্ষুধার আর্তনাদ পাকিস্তানের আকাশসীমা বন্ধ । বেশি ক্ষতি হবে এয়ার ইন্ডিয়ার মতো বড় সংস্থার  ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গুলি বিনিময় হজের প্রস্তুতি যেভাবে নেবেন গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৪ জন নিহত সিমলা চুক্তি কী, এই চুক্তি স্থগিত হলে ভারতের ওপর কী প্রভাব পড়বে ‘নারী সংস্কার কমিশনের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে’ মুসলিম বিশ্বে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান কোথায়? পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর ছিলেন তিনি

‘আজানের সময় টিভিতে নাচগান প্রচার করলে লাইসেন্স বাতিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকী বলেছেন,  রমজান মাসে আজান হচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কিন্তু টেলিভিশনগুলো তা সম্প্রচার করছে না। এর বদলে তারা গান, নাচ ও বিজ্ঞাপন প্রচার করছে।

তিনি বলেন, রমজান মাসে কোনো টেলিভিশন সার্কাস ও নিলাম ঘর অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আজান প্রচার করতে হবে। আর এ নির্দেশনা না মানা হলে লাইসেন্স বাতিল করে দেয়া হবে।

আদালত বলেছে, পাকিস্তানের প্রতিটি টেলিভিশন চ্যানেলে দিনে পাঁচবার আজান সম্প্রচার করতে হবে।

এ নির্দেশনার পর দেশটির ৪৫টি টেলিভিশন চ্যানেলকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছে ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি।

গত ৯ মে দিনে ইসলামাবাদ হাইকোর্ট আজান সম্প্রচারের নির্দেশনা দেন। বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীর একক বেঞ্চ টেলিভিশনগুলোর সকালের অনুষ্ঠানে নীতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি পিটিশনের শুনানি শেষে এ নির্দেশ দিয়েছেন।

তাই যেসব টিভি আজান সম্প্রচার না করতে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

-আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ