শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬


উপজেলা চেয়ারম্যান ভাইয়ের সঙ্গে ঝগড়ায় গুলি ছুড়লেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পৈত্রিক সম্পত্তি নিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম ফকরুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে ভাইয়ের সঙ্গে ঝগড়ার সময় নিজের পিস্তল থেকে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে ।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে বেশ কিছু দিন ধরে চেয়ারম্যান ফিরোজের সঙ্গে তার ভাই সাইদের বিবাদ চলে আসছে।

এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যান তার নিজের পিস্তল থেকে হঠাৎ এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ বলেন, সম্পদ নিয়ে দ্বন্দ্বে নয়, পিস্তলটি অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি। তাই গুলি ছুড়ে চেক করা হয়েছে এটি ঠিক আছে কিনা।

আরো পড়ুন- রোহিঙ্গাদের জন্য ১৬ কোটি টাকা দেবে জাপান


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ