শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

ইয়েমেনের হুদাইদাহ লড়াইয়ে নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইয়েমেনের প্রধান বন্দরনগরী হুদাইদাহে সৌদি জোটের হামলায় আরব আমিরাতের চার সেনা এবং ২২ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছে বলে স্বীকার করেছে আরব আমিরাত।

গণমাধ্যমগুলো বলছে, শহরটির দক্ষিণে বিমানবন্দর এলাকায় মূল যুদ্ধটি সংগঠিত হয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের ইয়েমেনের কঠোর নিরাপত্তাবেষ্টিত কোনো শহর দখল নেওয়ার এটাই প্রথম চেষ্টা।

যুদ্ধবিক্ষুব্ধ দেশটির প্রায় ৮০ লাখ লোক অনাহারের ঝুঁকিতে রয়েছে এবং উপকূলবর্তী শহরটির বিদ্রোহীদের দখলে থাকা অংশ সবচেয়ে বেশি ত্রাণ পেয়ে থাকে।

অঞ্চলটির হাসপাতালগুলো জানিয়েছে, ২২ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছে।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল বুধবার হুদাইদাহে হুতিদের অবস্থান লক্ষ্য করে ১৮ বার বিমান হামলা হয়েছে।

হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে জোটের একটি যুদ্ধজাহাজে মিসাইল আক্রমণের কথা বলা হয়েছে; যদিও এ তথ্যে সত্যতা নিশ্চিত করা যায়নি।

ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে ভয়াবহ লড়াই হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শহরের চার লাখ মানুষ এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি বলেন, সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি থেকে মুক্ত রাখতে তাঁরা হুতি বিদ্রোহীদের সঙ্গে মুখোমুখি স্থলযুদ্ধ এড়াতে চাইছেন।

তুর্কি আল-মালকি আল-হাদাথ টেলিভিশনকে বলেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং রাজধানী সানা পর্যন্ত যাওয়ার প্রধান সড়কটি দখল করাই তাঁদের লক্ষ্য।

‘ঈদ জামাতে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনকিছু আনবে না’

এসএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ