শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী ও পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দুই জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। হবিগঞ্জের নবীগঞ্জে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী মারা যান।

এদিকে রাজবাড়ীর পাংশায় সোমবার দিবাগত রাতে মাইক্রোবাস চাপায় পুলিশ সদস্য নিহত হয়েছেন।

হবিগঞ্জ: নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রোকনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- সিলেটের জৈন্তাপুরের সইয়া এলাকার আহসান উল্লাহর ছেলে নূরুল ইসলাম (২৬) ও আব্দুর রহিমের ছেলে সবুজ আহমদ (২০)। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

শেরপুর হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা মোটরসাইকেল নিয়ে সকাল ৬টার দিকে মহাসড়কের রোকনপুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

পাংশা (রাজবাড়ী): সড়ক দুর্ঘটনায় আলমগীর আলম (৩৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোলাম সরোয়ার মণ্ডলের ছেলে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাগলা বটতলা মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, আলমগীর পাংশা থানায় গত ৩০ মে যোগদান করেন। সোমবার রাতে একটি মাইক্রোবাসে আলমগীরসহ আরও ছয়-সাতজন টহল দিচ্ছিলেন।

পাগলা বটতলা নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় তিনি গুরুতর আহত হন। বাকী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ওই রাতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ