শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

কিশোরগঞ্জে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ; আহত ৫০ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ মধ্যপাড়ায় মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্য ২৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর এই সংঘর্ষ হয়।

এসময় কমপক্ষে ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার মধ্যপাড়া মসজিদ কমিটির বর্তমান আহবায়ক হাজী কুতুব উদ্দিন। এর আগে কালিকাপ্রসাদ ইউপি আওয়ামী লীগ সাবেক সভাপতি বশীর উদ্দিন দীর্ঘদিন কমিটির সভাপতি ছিলেন। আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠিত হওয়ার লক্ষ্যে শুক্রবার জুমার পর মসজিদের ভেতরই সভা হয়।

এসময় বশীর আহমেদসহ তার প্রতিপক্ষ নেতা মজিবুর রহমানও তার দলবল নিয়ে মসজিদে উপস্থিত ছিলেন। এসময় দুই পক্ষের সমর্থকরা নতুন কমিটি গঠন নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এতে প্রায় ৫০ জন আহত হন। এসময় কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভৈরব থানার ওসি মোখলেসুর রহমান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। গ্রামের দুই পক্ষই শক্তিশালী হওয়াই মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে এই সংঘর্ষ হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন : নাইজেরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ