শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

তিন সিটি নির্বাচন, ‘ধানের শীষ’ চান ১৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চান ১৬ জন।

‘ধানের শীষ’ প্রতীকের জন্য আজ বৃহস্পতিবার ১৬ জন মনোনয়নপ্রত্যাশী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বুধবার তাঁরা একই কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বরিশাল সিটি করপোরেশন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে বিএনপির যুগ্ম মহাসিচব মজিবুবর রহমান সারোয়ার, বর্তমান মেয়র আহসান হাবীব কামাল, বরিশাল দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, সাবেক ছাত্রদল নেতা আলী হায়দার বাবু, জিয়াউদ্দিন শিকদার, আবুল কালাম শাহিন মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি পারভেজ আকন বিপ্লব।

সিলেট সিটি করপোরেশন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহসভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন ও হাজী আবদুল কাইয়ুম মনোনয়নপত্র জমা দেন।

রাজশাহী সিটি করপোরেশন
রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপ্রত্যাশীরা ১০ হাজার টাকার মূল্যমানের ফরম সংগ্রহ করে ২৫ হাজার টাকা করে জামানত হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেন।

নেতাকর্মীদের নির্বাচনী বার্তা দেবেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ