শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ভারতে সড়ক দুর্ঘটনায়, এক পরিবারের ১৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১৫ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে রাজ্যের মোরেনা জেলায় তাদের বহনকারী জিপটিকে একটি ট্যাক্টর ট্রলি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে, খবর এনডিটিভির।

ঘটনাস্থল রাজ্যের রাজধানী ভুপাল থেকে ৪৫৬ কিলোমিটার দূরে। এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে ওই জিপটিতে করে রওনা হয়েছিলেন দুর্ঘটনায় পড়া পরিবারটির সদস্যরা।
এ ঘটনায় জিপটিতে থাকা ওই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন নারী রয়েছেন।

এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে ২০ সদস্যের ওই পরিবারটি জিপটিতে গাদাগাদি করে গোয়ালিয়র থেকে মোরেনার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

মোরেনার ঘুরগান গ্রামে সড়কের একটি বাঁক ঘোরার সঙ্গে সঙ্গেই বিপরীত দিক থেকে বালুবোঝাই একটি ট্র্যাক্টর ট্রলি এসে জিপটিকে ধাক্কা দেয়। প্রচণ্ড সংঘর্ষে জিপটি চূর্ণ হয়ে সড়কের ওপর উল্টে পড়ে।

জিপটিতে থাকা লোকজনের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই নিহত হন বলে জানিয়েছে পুলিশ। হতাহতরা সবাই গোয়ালিয়রের বাসিন্দা।

ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত মোরেনা জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। পরে আহতদের মধ্যে আরও পাঁচ জন মারা যান।

আরও পড়ুন : তিন সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী যারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ