শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হাজারো নেতাকর্মীর গুম ও খুনের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনের চেতনায় জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্র দেশে ফিরিয়ে আনা হবে।

শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

তিনি বলেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে সমতার পরিবেশ নিশ্চিত করতে হবে। বিএনপির ভদ্রতা ও নম্রতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। গণতন্ত্রকে ভালোবেসেই দলটি আজ এই পর্যায়ে এসেছে।

সালাহউদ্দিন আহমেদ জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কর্মসূচি নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে স্থগিত করা হয়েছিল। তবে এটিকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বানচাল করার যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের শৃঙ্খল ভেঙে বিএনপি আজ স্বাধীনতার পতাকা হাতে এগিয়ে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতির দেওয়া সেই দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। সাম্য, সুশাসন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরীসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ