বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭


বিশ্বকাপে মদের কোম্পানির স্পন্সর; ম্যাচসেরার পুরস্কার বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার বিশ্বকাপ ফুটবলের খেলা চলছে। এতে প্রতিটি ম্যাচের ম্যাচসেরা পুরস্কার দেয়া হয়ে থাকে। কিন্তু সেই পুরস্কারের স্পন্সর একটি মদের কোম্পানি। এটি জানার পর পুরস্কার নেননি একজন খেলোয়ার।

ঘটনাটি স্যোশাল মিডিয়ায় আলোচনা ফেলেছে। পুরস্কার বর্জন করা সেই খেলোয়ার মিশরের গোলরক্ষক মুহাম্মদ আল শেনাউই।

উরুগুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত মিশরের ম্যাচে ম্যাচসেরা হয়েছিরেন তিনি। করেছেন নজরকাড়া পারফরম্যান্স। তাকেই ম্যাচের সেরা বেছে নেওয়া হয়। কিন্তু পুরস্কারের স্পন্সর, বিয়ার প্রস্তুতকারক সংস্থা বাড’ওয়াইজার দেখার পর তা নিতে অস্বীকার করেন তিনি।

নারায়ণগঞ্জের আলী রা. মাদরাসায় মালামালসহ নগদ অর্থ চুরি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ