বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে?

বার্নিকাটকে নিজ দেশের নির্বাচন নিয়ে ভাবতে বললেন আ’লীগের দুই নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য সমাপ্ত গাজীপুর সিটি নির্বাচন নিয়ে সমালোচনা করায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে নিজ দেশের বিষয়ে ভাবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের দুই নেতা।

আওয়ামী লীগের দুই নেতা আবদুর রাজ্জাক এবং মাহবুব উল আলম বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে না ভেবে তার উচিত যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ভাবা। কারণ যুক্তরাষ্ট্রে গত নির্বাচনে যে অনিয়ম হয়েছে তা এখনো সুরাহা হয়নি।

বৃহস্পতিবার (২৮ জুন) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের মূল্যায়ন করতে গিয়ে বার্নিকাট সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচনে ভালোও ছিল আবার খারাপও ছিল। ভোটাররা নির্বিঘ্নে যেমন ভোট দিতে পেরেছে, তেমনি কোথাও কোথাও এজেন্ট বের করে দেয়া, ভোটারদের বাধা দেয়ার ঘটনাও ঘটেছে।’

বার্নিকাটের সমালোচনা করে আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা বলেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্র গোলযোগের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ৯টি কেন্দ্রকেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বড় করে দেখছেন।

তারা বলেন, এসব কেন্দ্র বন্ধ করে দিয়ে নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করেছে। তারপরও এ নিয়ে বিদেশি কর্মকর্তার বক্তব্য কেবল অযৌক্তিকই নয়, শিষ্টাচারবহির্ভুতও।

একজন রাষ্ট্রদূত হয়ে তার (বার্নিকাট) এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, নিজেদের নির্বাচন নিয়ে যে দেশে বিতর্ক উঠেছিল, সে দেশের কর্মকর্তার মুখে অন্য দেশের নির্বাচন নিয়ে কথা বলা শোভা মানায় না।

গাজীপুরে ৪৬.৫ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছে: ইডব্লিউজি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ