বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে?

‘যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষকদের বিদ্যালয়ে ফিরিয়ে নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে নন এমপিও স্কুল, মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করে শিক্ষকদের পূর্ণমর্যাদা দিয়ে তাদের বিদ্যালয়ে পাঠ দানের সুযোগ করে দিতে হবে।

বর্তমানে বাংলাদেশে ৫২৪২টি শিক্ষা প্রতিষ্ঠান আছে যার প্রায় ৭৫ থেকে ৮০হাজার শিক্ষক, কর্মচারী এমপিওভুক্ত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবেতর জীবন যাপন করছে। তাদের অধিকার ফিরিয়ে দিয়ে বিদ্যালয়ে পাঠ দানের সুযোগ করেদিতে হবে।

এমপিওভুক্তির দাবিতে প্রায় ৯৫ জন শিক্ষক অসুস্থ হয়েছে, কিন্তু আমরা সরকারে পক্ষ থেকে কোন সংবাদ শুনতে পাচ্ছি না। এটা একটি দেশের জন্য কল্যাণ হতে পারে না।

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহা. এবিএম জাকারিয়া এর সঞ্চালনায় কেন্দ্রীয় ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, পাঁচ ভাগ ইনক্রিমেন্ট , অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসরভাতা দ্রুত পরিশধের জন্য সরকারের প্রতি আহবান জানান।

মুসলিম দেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগের যে অপচেষ্টা চলছে তা মেনে নেয়া হবে না।

বৈঠকে আরও উপস্তিত ছিলেন, অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক সুলতান মাহমুদ, প্রভাষক মুহা. আব্দুস সবুর,অধ্যক্ষ মাও. ওয়ালিউল্লাহ, মুহা. হুমায়ুন কবির,মুহা. আব্দুল হান্নান প্রমুখ।

বৃষ্টি বাদলেও থেমে নেই নন-এমপিও শিক্ষকদের অনশন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ