রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬


এখনও ধরা পড়েনি হলি আর্টিজানের দুই হামলাকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গুলশানের হলি আর্টিজানে সেই ভয়ঙ্কর হামলার ঘটনার সঙ্গে জড়িত দুই হামলাকারী এখনও গ্রেফতার হয়নি।

মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ধারণা করছে এই দুই হামলাকারী দেশের বাইরে আত্মগোপন করেছেন।

এরা হলেন হামলার সামরিক কমান্ডার শরিফুল ইসলাম খালিদ ও মামুনুর রশিদ রিপন। সিটিটিসি বলছে, এই দুই জঙ্গিকে পলাতক দেখিয়ে মামলার চার্জশিট দেয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত ২২ মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ১৩ জন বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজানে বেকারিতে হামলায় ৯ জন ইটালির নাগরিক, ৭ জন জাপানি নাগরিক, ১ জন ভারতের নাগরিক, ৩ জন বাংলাদেশি নাগরিক ও দুই জন পুলিশ কর্মকর্তাসহ ২৩ জন নিহত হন। পরবর্তীতে সেনাবাহিনীর অপরাশেন থান্ডার বোল্ড অভিযানে ৫ জন নিহত হয়।

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা যুবকের মৃত্যু


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ