বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭


ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

পুলিশ দাবি করেছে নিহত বাচ্চু মাদক বিক্রেতা ছিলো। তার নামে ১৫টিরও বেশি মামলা রয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ চৈতলামারী নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, শম্ভুগঞ্জ চৈতলামারী এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে: জাতিসংঘ, বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ