বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

জামায়াতকে ছাড়াই ২০ দলের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামকে ছাড়াই ২০ দলীয় জোটের বৈঠক হল।

সোমবার রাতে নগরীর কাজিটুলার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত বাদে জোটের শরিক দলের প্রায় সব নেতাই উপস্থিত ছিলেন।

বৈঠকে জামায়াতকে দাওয়াত দেয়া নিয়ে দুই দলের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, ‘জামায়াতকে দাওয়াত দেয়া হয়েছে, ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেননি।’

অপরদিকে সিলেট মহানগর জামায়াতের আমীর ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জোটের কোনো বৈঠক ছিল না। বৈঠক হলে অবশ্যই আমরা জানতাম ও থাকতাম।’

আসন্ন সিলেট সিটি কর্পোরেশনে মেয়র পদে বিএনপি আরিফুল হককে মনোনয়ন দিলেও জামায়াতের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাগরিক ফোরামের ব্যানারে মেয়র প্রার্থী মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়েরকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

সোমবারের জোটের বৈঠক নিয়ে কথা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের সঙ্গে। তিনি বলেন, আগামী বৃহস্পতিবারও জোটের বৈঠক হবে।

‘গত রাতে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, এখনও জামায়াতকে জানানো হয়নি। বৈঠকের ব্যাপারে জানানো হবে।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের এখনো প্রস্তুতি নেই: পিটার মাউরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ