রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


নীল নকশার নির্বাচন আর হবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই রঙিন খোয়াব দেখুক না কেন আগামী নির্বাচনকে সামনে রেখে ২০০১ সালের মতো নীল নকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না। নির্বাচন নির্বাচনের মতোই হবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কের কাজ পরিদর্শন করতে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে ভারতীয় কারো সঙ্গেই আমার কথা হয়নি। কথা হয়েছে রোহিঙ্গা সমস্যা নিয়ে। এছাড়া তিস্তার পানি নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু সেখানে আমাদের নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। কোনো রাজনীতি নিয়ে আলোচনা করতে ভারতে যাইনি।

তিনি আরও বলেন, ভারতে গিয়ে আমরা আমাদের নিজেদের আগ্রহের বিষয় নিয়ে কথা বলেছি, আমরা নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছি। এছাড়া ভারতের অনেক গুণী ব্যক্তি, মন্ত্রীদের সঙ্গে দেখা হয়েছে।

আরও পড়ুন : ইসলামের নামে সন্ত্রাসবাদের প্রচার করিনি: জাকির নায়েক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ