রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


মালয়েশিয়ায় মেগা-থ্রি অভিযানে ২০ বাংলাদেশিসহ আটক ১৮১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মালয়েশিয়া চলমান মেগা-থ্রি অভিযানে শুক্রবার (১৩ জুলাই) ভোরে ২০ জন বাংলাদেশিসহ ১৮১ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। অভিযানে ২৫৮ জনকে আটক করে বৈধ কাগজপত্র চেক করার পর ১৮১ জন শ্রমিককে গ্রেফতার করে অভিবাসন বিভাগ ।

শ্রমিক অধ্যুষিত এলাকা লেনবাহ কেলাং এলাকায় অভিযান চালানোর সময় গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দিকবিদিক ছুটাছুটির সময় চারজন নাইজেরিয়ানের আঘাতে অভিবাসন বিভাগের কয়েকজন পুলিশ আহত হয় । গ্রেফতার করা হয় ১৪০ জন ইন্দোনেশিয়ান, মায়ানমারের ২১ জন এবং বাংলাদেশের ২০ জন ।

অভিযান প্রসঙ্গে অভিবাসন বিভাগের প্রধান দাতু কে সেরি মোস্তাফার আলী বলেন, মেগা-থ্রির অভিযানের পাশাপাশি চালু রয়েছে থ্রি-প্লাস ওয়ান। আর এ থ্রি-প্লাস ওয়ানের মাধ্যমে সেচ্ছায় যে কেউ আউটপাস সংগ্রহ করে যারযার দেশে যেতে পারবেন।

তিনি সাংবাদিকদের জানান, আমরা যথেষ্ট ধৈর্যের সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছি। যারা এই রি-হিয়ারিংএর আওতায় বৈধ হতে ব্যর্থ হয়েছে, তাদের সঙ্গে আর কোনো আপস করা হবে না। অবৈধদের যে কোনো মূল্যেই হোক গ্রেফতার করা হবে। মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ,১৯৬৬ ,১৯৬৩ অনুযায়ী ৮১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন : মোবাইল পাশে নিয়ে ঘুমালে যে ক্ষতি হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ