সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’

মাতামুহুরী নদীতে ডুবে ৪ স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচজনের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে চকরিয়া মাতামুহুরী নদীর ব্রীজের অদূরে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও চকরিয়া ফায়ার সার্ভিস কর্মীরা মিলে তাদের উদ্ধার চেষ্টা চালাচ্ছেন।

নিহতরা হলেন- প্রিন্সিপাল মোঃ. ফিকুল ইসলামের ছেলে ১০ম শ্রেণির ছাত্র সাইয়িদ জাওয়ান ওড়বই, কানু ভট্টাচার্যের ছেলে ১০ম শ্রেণির ছাত্র তূর্য ভট্টাচার্য এবং স্থানীয় চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের দুই ছেলে ১০ম শ্রেণির ছাত্র আমিনুল হোসেন ও ৮ম শ্রেণির ছাত্র মেহরাব হোসেন।

নিখোঁজ ছাত্রের নাম মো. ফারহান। সে ১০ম শ্রেণির ছাত্র। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসকর্মীরা।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্থীরা আজ শনিবার দুপুরে দল বেধে মাতামুহুরি নদীর পারে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে বিকেলে মাতামুহুরি নদীতে গোসল করতে নামে। এসময় ছয়জন নদীতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক অভিযান চালিয়ে মারুফুল ইসলাম জামিল নামের ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার করে। পরে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ ছাত্রদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের অভিযান চলছে।

আরও পড়ুন : চার মন্ত্রীকে বিএমডব্লিউ উপহার দিলেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ