রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ভয়ঙ্কর তথ্য; নারী ধূমপায়ীদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের নারীরা ধূমপানে বিশ্বে সবচেয়ে এগিয়ে। অবাক হওয়ার মতো বিষয় হলেও এটি সত্য।

সম্প্রতি ক্রোয়েশিয়া ইন্সটিটিউট অব পাবলিক হেলথের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। পোল্যান্ড এবং রোমানিয়া এই তালিকায় ক্রোয়েশিয়ার পরের অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ক্রোয়েশিয়ার তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে ধূমপানের কারণে। এছাড়া ২২টি ধূমপায়ী দেশের তালিকায় ক্রোয়েশিয়া বিশ্বে সপ্তম।

জানা যায়, ক্রোয়েশিয়ার ১৫ বছরের ঊর্ধ্বে অন্তত ৩১ শতাংশ নাগরিক ধূমপান করে। এ হিসেবে দিনে প্রত্যেকেই ১৬টি সিগারেট ধূমপান করে। এজন্য প্রতিমাসে মাথাপিছু ৭০ ইউরো দরকার হয় তাদের।

ধূমপানে নারীদের এ অগ্রগতি হতাশাজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণ হতে না পারলে আাগমীতে ধূমপানের কারণেই মৃত্যুর হার বাড়তে থাকবে। সচেতন মানুষরা বলছেন এসব নিয়ে ধূমপায়ীদের সতর্ক  না করলে ভয়াবহ বিপদ নেমে আসবে দেশে।

কুকুরের সাথে এদের পার্থক্য কোথায়?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ