বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকেলে আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর

ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে কীভাবে দেখছে ইরান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির উপদেষ্টা হামিদ আবু তালেবি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার অমসৃণ পথ পরিষ্কার করতে আমেরিকার পক্ষ থেকে ইরানি জাতির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, শত্রুতা কমাতে হবে এবং পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (সোমবার) ইরানের সঙ্গে শর্তহীন আলোচনায় বসার প্রস্তুতি ঘোষণার পর তিনি এ প্রতিক্রিয়া জানালেন।

হামিদ আবু তালেবি এক টুইট বার্তায় আরও লিখেছেন, আলোচনার মাধ্যমে পরমাণু সমঝোতা অর্জিত হয়েছে। এটাকে অবশ্যই মেনে নিতে হবে।

তিনি বলেন, গত বছরও জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানি জাতিকে হুমকি দেওয়ার পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার বিষয়টি সামনে আনা হয়েছিল। এবারও এমন সময় আলোচনার প্রস্তাব দেওয়া হলো যখন কিছু দিন আগেই ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন।

বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতেই ট্রাম্প এ প্রস্তাব উত্থাপন করেছেন বলে তিনি মনে করেন।

হামিদ আবু তালেবি বলেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আমেরিকা যে বিশ্বাসঘাতকতা করেছে তা আড়াল করতেই শর্তহীন আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।

গতকাল (সোমবার) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, কোনো রকম পূর্বশর্ত ছাড়াই তিনি যেকোনো সময় ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে রাজি আছেন। ট্রাম্প আরও বলেন, আমি বৈঠকে বিশ্বাস করি। ইরান চাইলে আমি দেখা করব।’

সূত্র: পার্সটুডে

ইরানের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ