বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৮ জনের মৃত্যু এবং ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদায় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কাদাই গ্রামের আব্দুল কাশেমের ছেলে মমিন (৪৫), একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩২), আব্দুল হামিদের ছেলে সানোয়ার হোসেন (৩০), আব্দুল আলিমের ছেলে সজিব (১৪), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (১৬) ও আমিনুল ইসলামের ছেলে রাজ, আবুল হোসেনের ছেলে হাবিব (২৫) ও মেগা শেখের ছেলে মুদী দোকানদার আব্দুস সাত্তার। তাদের মধ্যে ৪ জন তাঁত শ্রমিক, একজন ব্যবসায়ী ও ৩ জন ছাত্র।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কাদাই মাদ্রসা এলাকায় একটি টিনের মুদি দোকান (টং দোকান) স্থানীয় ১০ জন মিলে স্থানান্তর করতে যান। এ সময় উপরে টানানো বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে আহত হন তারা। এলাকাবাসী তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মধ্যে ৮ জনকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে।

এদিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ইসলাম ৮ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ঈদে বাড়ি যেতে ট্রেনের আগাম টিকেট বিক্রি ২ জুন থেকে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ