বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরে এক কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- রুবেল ও তার বন্ধু রাফি।

বুধবার জামালপুর পৌর এলাকার চন্দ্রা মিয়াপাড়ায় ওই যুবকের বন্ধু রাফির ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার জামালপুর সদর থানায় মামলার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

গ্রেপ্তার রুবেল জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন নাওভাঙ্গা চরের আজগর আলীর ছেলে এবং রাফির বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। রাফি চন্দ্রা মিয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত।

অভিযোগে জানা গেছে, খুপিবাড়ী এলাকার ওই তরুণী জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জামালপুর শহরের নাওভাঙ্গা চরের বখাটে রুবেল ওই তরুণীর সাথে দেখা করার জন্য তাকে শহরে আসতে বলে।

তার কথা মত ওই তরুণী প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা বলে ১ আগস্ট দুপুরে বেলটিয়ার খুপিবাড়ির বাসা থেকে বের হয়ে রুবেলের সাথে দেখা করে। রুবেল কৌশলে তাকে তার বন্ধু রাফির বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে একটি রিকশায় তুলে দেই। মেয়েটি বাসায় গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়।

এ ঘটনায় ওই তরুণীর বাবা ধর্ষণের অভিযোগে ২ আগস্ট জামালপুর সদর থানায় একটি মামলা করেন।

সদর থানার উপ-পরিদর্শক ও মামলাটির তদন্ত কর্মকর্তা ফয়সাল জানান, ধর্ষণ মামলার আসামি রুবেল ও রাফিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ২৮ উসকানিদাতার বিরুদ্ধে মামলা, রাতেই অভিযান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ