বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


ইয়েমেনে শিশু বহনকারী বাসে হামলায় নিহত ৩৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে বর্বরোচিত বিমান হামলায় অন্তত ৩৯ বেসামরিক নিহত ও ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

শিশুদের বহন করে নিয়ে যাওয়া একটি বাসে বোমা বর্ষণ করা হলে এ হতাহতের ঘটনা ঘটে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সাদা শহরের জায়িন এলাকায় একটি বাজারে বাসটি বোমা হামলার কবলে পড়ে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বাসটিতে তখন শিশুদের বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল।

ইয়েমেনের রেডক্রস কমিটির প্রধান জোহানস ব্রোয়ের এক টুইটার বার্তায় জানিয়েছেন, নিহতদের বেশিরভাগেরই বয়স ১০ বছরের নিচে।

এছাড়া ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশের জাবিদ এলাকায় বোমা বর্ষণ করলে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয় বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য সামরিক আগ্রাসন শুরু করলেও রিয়াদ সে লক্ষ্য অর্জন করতে পারেনি এখনো। অনেকে বলছে এ হামলা আরব জোটবাহিনীরই হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

খতিবদের বয়ান নিয়ন্ত্রণে সৌদি আরবের নতুন অ্যাপ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ