মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


নাগেশ্বরীতে ওয়াজাহাতি জোড় আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী : আজ (১৬ আগস্ট )বৃহস্পতিবার কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখের আহবানে ওয়াজাহাতি জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ সকাল থেকে নাগেশ্বরী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জোড় শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ওয়াজাহাতি জোড়ে তাবলীগের চলমান সংকট নিরসনের পথ ও পন্থা নিয়ে আলোচনা করবেন ওলামায়ে কেরাম।

এদিকে, ওজাহাতি জোড় সফল করার উদ্দেশ্যে মাদরাসার ছাত্র -ওলামা এবং তাবলিগের সাথীরা তিনদিনের জামাত নিয়ে নাগেশ্বরী থানাধীন বিভিন্ন মসজিদে দাওয়াতি কাজের মেহনত করে যাচ্ছে।

স্থানীয়রা জানান, তারা বৃহস্পতিবার সকালে জামাত থেকে সরাসরি ওজাহাতি জোড়ে অংশগ্রহণ করবে।

অনুষ্ঠিতব্য জোড়ে স্থানীয় শীর্ষ ওলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম, তাবলিগের সাথীরা উপস্থিত থাকবেন।

‘নতুন ধারার কোনো তাবলিগকে আসতে দেয়া যাবে না’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ