মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


যমুনায় ট্রলারডুবি, নিখোঁজ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে কার্গোর ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে তিন যাত্রী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার আলোকদিয়া চরের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে দুইজন বৃদ্ধ ও একটি শিশু রয়েছেন।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, পাবনার কাজিরহাট থেকে শতাধিক যাত্রী নিয়ে আরিচা ঘাটে আসছিল।

পথে ইঞ্জিনচালিত ট্রলারের সঙ্গে বালুবাহী কার্গোর ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়। যাত্রীরা সাঁতরে চরে উঠতে পারলেও এখনও নিখোঁজ রয়েছে তিনজন।

ওসি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাদের একটি দলও উদ্ধার কাজে অংশ নিতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ