মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত; প্রেমিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় তুলি (১৫) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছেন কথিত প্রেমিক নাইম।

পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়।

এ সময় ঘাতক নাইমকে স্থানীয় জনতা আটক করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সে উপজেলার ধুলাসর এলাকার সোলায়মানের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে তুলিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় বখাটে। প্রতিদিনের মতো শনিবার স্কুলে যাওয়ার পথে বখাটে নাইম তুলির পথ আটকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে তাকে ছুরিকাঘাত করে।

স্থানীয়রা তুলিকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধুলাসর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম জানান, নাইমের বখাটেপনা ও উত্ত্যক্ত করা নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠক হয়েছে। কিন্তু সে তারপরও থামেনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বখাটে নাইম আটক রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তার যথাযথ শাস্তি হবে।

আপনার ব্যবসা সহজ করবে বিসফটি – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ