মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


কুড়িগ্রামে বৃষ্টির জন্য হাজারো মুসল্লির সালাতুল ইসতিসকা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামে এবার বৃষ্টির দেখা নেই। তাই এ অঞ্চলের প্রধান ফসল রোপা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে এ উপজেলার হাজারো কৃষক। তাই সেখানকার ফুলবাড়ী এলাকায় প্রায় সাড়ে চার হাজার মুসুল্লি বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া এবং প্রার্থনা করেছেন।

রোববার সকাল ১০টায় উপজেলার সদ্য বিলুপ্ত দাসিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন দাসিয়ারছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্যে এ বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

ছিটমহলের সাবেক নেতা গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, নুর আলম, জাকির হোসেন ও মোফাজ্জল হোসেনসহ অনেকের নেতৃত্বে সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে চার হাজার মুসল্লি এ নফল নামাজ ও বিশেষ দোয়ায় অংশ নিয়েছেন।

নাখারগঞ্জ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সামচুউদ্দিন কাছমি নফল নামাজ পরিচালনা করেন এবং নাখারগঞ্জ নুরানি ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরও পড়ুন-

আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!
পরিতৃপ্তির ছোট্ট এক গল্প!

আরএম/


সম্পর্কিত খবর