মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সুমন চন্দ্র দাস (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-লাকসাম সড়কের শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন চন্দ্র দাস সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে। তিনি জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকার সুবরাতি শাহজাদী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম জানান, সুমন চন্দ্র দাস বুধবার রাত সোয়া ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শহর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে কুমিল্লা-লাকসাম সড়কের শিকারপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর জমি থেকে রাস্তায় উঠতে গিয়ে ওই সিএনজিকে ধাক্কা দেয়।

এতে ওই সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই স্কুলশিক্ষক সুমন চন্দ্র দাস নিহত এবং আরও তিন যাত্রী আহত হন। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে।

বিসফটি – বিস্তারিত জানুন

আরও পড়ুনইসলামি সভ্যতার খোঁজে রাশিয়ার পথে পথে

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ