আওয়ার ইসলাম: সৌদি আরবের কুরআন হাফেজ এসোসিয়েশন "খাইরা কুম" তাদের ত্রিশতম বার্ষিক অনুষ্ঠানে ১০০০ জন কুরআন হাফেজ নারী ও পুরুষকে সম্মাননা প্রদর্শন করেছে।
"একরাম" শিরোনামে অনুষ্ঠিত এই সম্মাননা প্রদর্শনের অনুষ্ঠানটি সৌদির পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দার "হিলটন" হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেদ্দার গভর্নর "মাশমাল বিন মাজের বিন আব্দুল আজিজ" উপস্থিত ছিলেন।
এছাড়া এই অনুষ্ঠানে সৌদি আরবে ১৩ জন বিশিষ্ট হাফেজ ও দাতাদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।ি
বিসফটি – বিস্তারিত জানুন
আরও পড়ুন: ইসলামি সভ্যতার খোঁজে রাশিয়ার পথে পথে
অারএম/