মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

'আমার ছেলেও যদি গম-চাল মেরে খায়, ভোট দেবেন না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘যারা টিআর, কাবিখার টাকা, গম, চাল মেরে খায়, সে যদি আমার ছেলেও হয়, তাদের ভোট দেবেন না। কোথায় ভোট দিলে আপনাদের উন্নতি হবে, কল্যাণ হবে, সেটা বুঝে-শুনেই ভোট দেবেন। যাদের কথা ও কাজে মিল রয়েছে, তাদের ভোট দেবেন।’

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম খেলার মাঠে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে অষ্টগ্রাম উপজেলা পরিষদ ভবন সম্প্রসারণসহ আটটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কওমি সমালোচনার জবাব

তিনি বলেন, ‘আমি সব রাজনৈতিক দলকে অনুরোধ করি, তারা যেন ভালো মানুষকে মনোনয়ন দেয়। যাতে দেশের অবস্থা ভালো হয়। কারণ, অনেক এলাকার এমপিদের কথা, কাজের শুনে আমরা আঁতকে উঠি।’

তিনি আরো বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘নির্বাচন খুব দূরে নয়। কিছুদিন পর নির্বাচন। সকল দলই দলীয় প্রার্থী মনোনয়ন দেবে। আমার অনুরোধ, প্রার্থী নির্বাচনের সময় সকল রাজনৈতিক দল যেন যোগ্য ও সৎ ব্যক্তিদের গুরুত্ব দেয়। কারণ অসৎ ব্যক্তিদের মনোনয়ন দিলে দেশের উন্নয়ন হবে না। উন্নয়নের চেয়ে ক্ষতি হবে বেশি।’

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সোমবার বিকেলে পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জে আসেন রাষ্ট্রপতি। সফরের প্রথম দিন সোমবার বেলা দুইটায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি অষ্টগ্রাম হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে অটোরিকশায় আরোহী হয়ে অষ্টগ্রাম নতুন ডাকবাংলোয় যান রাষ্ট্রপতি। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনাসহ ৯ এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে হাইআতুল উলয়া

পরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন। রাষ্ট্রপতি মঙ্গলবার অষ্টগ্রাম ডাকবাংলোয় থাকবেন।

অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ, কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ মো. আফজল হোসেন প্রমুখ।

Image result for বিসফটিবিস্তারিত জানতে ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ